ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে যাবে সরকার

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে যাবে সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে যাবে সরকার।

সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ সভার আগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণার পর পর পেঁয়াজের দাম দেশে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি রয়েছে। ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার বিষয়টিকে পুঁজি করেছে। আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে যা স্টক ছিল, সেটা কাজে লাগালে পেঁয়াজের দাম বাড়তো না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে পেঁয়াজের বাজার এবং স্টক কতটুকু কোথায় কিভাবে আছে, সেটা দেখার জন্য দশটি কমিটি করেছিলাম। আমি কয়েকদিন বিদেশে ছিলাম, আজকে সকালে আমি দেশে এসেছি। আমি আজই এই কমিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব।’

তিনি বলেন, ‘ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, এ মাসের শেষ নাগাদ তাদের দেশ থেকে পেঁয়াজ আমাদেরকে দেবার চেষ্টা করবে।’

পেঁয়াজ নিয়ে ভোগান্তি কতদিন থাকবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, ‘সাধারন মানুষদের একটু ধৈর্য ধরতে হবে।’ হয়তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে একটু সময় লাগবে। তবে আমরা যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে মনস্তাত্ত্বিক দূরত্বের পরেও তাদের কাছ থেকে পেঁয়াজ আনায় দেশটি বাংলাদেশকে দুর্বল মনে করবে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এটা ঠিক নয়। তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ভালো। রোহিঙ্গা ইস্যুতে তো আর সবকিছু থেমে থাকার থাকতে পারেনা।’

মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ‌।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়