ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আরব আমিরাতে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরব আমিরাতে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

আবুধাবী ডায়ালগের পঞ্চম মিনিষ্ট্রিয়াল কনসালটেশনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রী আজ সকাল দশটায় এমিরেটস এয়ার ওয়েজে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেন।

আবুধাবী ডায়ালগের পঞ্চম মিনিষ্ট্রিয়াল কনসালটেশন আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় দুবাইতে অনুষ্ঠিত হবে।

সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্স অ্যান্ড ইমিরাটাইজেশন মন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হবেন এবং বাংলাদেশি কমিউনিটির সাথে শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়া তিনি রাস আল খাইমারে বাংলাদেশ ইংলিশ প্রা. স্কুল প্রজেক্টের অগ্রগতি পরিদর্শন করবেন। স্কুলটির প্রস্তাবিত নাম শেখ মুজিবুর রহমান স্কুল।

সফরকালে মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শিল্প,কারখানা পরিদর্শন করবেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও উপপ্রধান শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন।


ঢাকা/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়