ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতিবিরোধী যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘যেখানে এগুলো চলবে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে।’

শনিবার দুপুরে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য অভিযান অব্যাহত রাখতে হবে। অবৈধ ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি সর্বোপরি যারা দুর্নীতি ও অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার।

তিনি বলেন, ‘এক্ষেত্রে কে কোন দল বা কোন মতের আমরা তা দেখছি না। যেখানে অনিয়ম রয়েছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি এবং তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীও এক্ষেত্রে নির্দেশ দিয়েছেন।’

অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্মকে উদ্দেশ‌্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব অনিয়ম থেকে দূরে থাকতে হবে। তোমাদের ওপরই রাষ্ট্রের ভবিষ্যৎ। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক ধ্বংস ছাড়া ভালো কিছু দিতে পারে না।’ 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ইতোমধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ কেউ ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সে বিষয়ে তদন্ত চলছে। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে শিগগির এ ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেওয়া হবে।’

 

ঢাকা/মাকসুদ/জেনিস/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়