ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অভিযুক্তদের অব্যাহতির নির্দেশ : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিযুক্তদের অব্যাহতির নির্দেশ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের বলেছেন, ‘যারা সংগঠ‌নে বিত‌র্কিত এবং যা‌দের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট অভিযোগ র‌য়েছে, তা‌দের‌কেও অব্যাহ‌তি দেয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনা।’

রোববার রাতে গণভবনে যুবলীগের শীর্ষ নেতাদের একটি প্র‌তি‌নি‌ধি দলের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘যুবলী‌গে কাউকে ভারপ্রাপ্ত করা হয়নি। ’এ সময় তি‌নি জানান, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগের যে জাতীয় কংগ্রেস আগামী ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে, তার জন্য বয়সসীমা নির্ধারণ হয়েছে ৫৫ বছর। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক করে এবং যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব কো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ছাড়া ওয়ার্কিং কমিটির সদস্য সবাইকে সদস্য করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী জাতীয় কংগ্রেসের জন্য সার্বিক প্রস্তুতি নেবে।’

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হওয়ার পর প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলাম বলেন, ‘অল্প সময়ে পাওয়া এই দায়িত্বে সবার আগে একটা ভালো সম্মেলন করতে চাই এবং যুবলীগের ভাবমূর্তি যতটা ক্ষুন্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করতে চাই।’


ঢাকা/পার‌ভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়