ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহজালালে সৌদি এয়ারলাইন্সের জরুরি অবতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে সৌদি এয়ারলাইন্সের জরুরি অবতরণ

ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়ায় সৌদি এয়ারলাইন্সের একটি প্লেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার রাইজিংবিডিকে বলেন, ‘সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্লেনটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কোনো সমস‌্যা ছাড়া প্লেনটি নিরাপদেই অবতরণ করতে পেরেছে।’

তিনি আরো বলেন, ‘প্লেনটির পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়ার পরপরই আমাদের জানায়। এরপরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি। কোনো সমস্যা ছাড়াই প্লেনটি নিরাপদে অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু থেকে ২৯৯ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর প্লেনের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়।

এ অবস্থায় পাইলট বিমানটিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পাইলট বোয়িং ৭৮৭-৯ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করান।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়