ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিকে শামীমের মামলার প্রতিবেদন ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিকে শামীমের মামলার প্রতিবেদন ৪ নভেম্বর

জিকে শামীমের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদক আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন র‌্যাব তা দাখিল করেনি। এজন্য ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল প্রতিবেদন দাখিলের পরবর্তী এ দিন ধার্য করেন।

এদিন জিকে শামীমকে কারাগার থেকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। তবে তাকে আদালতে উপস্থাপন করা হয়নি।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত বডিগার্ডসহ গ্রেপ্তার হন জিকে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা করা হয়। মামলাগুলোর এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।

গত ১৩ অক্টোবর কয়েক দফা রিমান্ড শেষে জিকে শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়