ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানীতেও।

শুক্রবার দুপুর ১২টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে বেগ পোহাতে হচ্ছে রাজধানীর ঘরমুখো মানুষের।

দেখা যায়, ছুটির দিন হওয়াতে আজ অনেকে ঘরের বাইরে না থাকলেও বিভিন্ন কাজে যারা বেরিয়েছেন তাদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক্ষণ অপেক্ষা করেও অনেকে যানবাহন পাচ্ছেন না। সন্ধ্যার পর এ ভোগান্তি বাড়তে থাকে। ফলে অনেকেরই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিল বলছেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল যত এগিয়ে আসছে, ততই এর প্রভাব বাড়ছে। আজ সারারাত এভাবে থাকতে পারে। আগামীকাল সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। যা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ঢাকা/ইয়ামিন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়