ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বুলবুল নিয়ে প্রস্তুত স্বাস্থ‌্য বিভাগ, ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলবুল নিয়ে প্রস্তুত স্বাস্থ‌্য বিভাগ, ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ‌্য বিভাগ। ইতোমধ‌্যে দুর্গত এলাকার স্বাস্থ‌্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ‌্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘আমরা যারা ঢাকায় দায়িত্বশীল পর্যায়ে রয়েছি, সকলের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে আক্রান্ত হতে পারে এমন ১৫ জেলায় ১৫৭৭টি মেডিক‌্যাল টিম গঠন করা হয়েছে। ঐসব এলাকার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ মজুদ আছে।’

এছাড়া স্বাস্থ‌্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে সাথে দুর্যোগ ব‌্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা কন্ট্রোল রুমের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলেও জানান ডা. আয়শা।


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়