ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। ’

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে তিনি একথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এবং ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) যৌথ উদ্যোগে ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ-২০১৯’ অনুষ্ঠানের ‘হোনিং লেজিসলেটিভ ইনোভেশন: পার্লামেন্টারি ডিপ্লোমেসি ফর দ্য ফিউচার’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক উষ্ণতা, শক্তি নিরাপত্তা, গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ, মানব পাচার ও খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি অধিকতর নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যাবে।’

যুগোপযোগী এমন একটি আয়োজনের জন্য স্পিকার আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এমন সৃজনশীল কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন অংশগ্রহণকারীদের সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ নাহিম রাজ্জাক, শামীম হায়দার পাটোয়ারী, সাবেক সচিব এন আই খান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ৪০টি দেশের ১৫০ জন প্রতিনিধি।


ঢাকা/আসাদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়