ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এয়ার শো দেখতে দুবাই যাবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এয়ার শো দেখতে দুবাই যাবেন প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে দুবাইয়ে হবে ‘এয়ার শো ২০১৯’। এ প্রদর্শনী দেখতে আগামী শনিবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে দুবাই এয়ার শো দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এই দ্বিবার্ষিক এয়ার শো ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। এ সফরে যোগ দিতে ১৬ নভেম্বর দুবাইয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ১৯ নভেম্বর দেশে ফেরার কথা তার।

মন্ত্রণালয় সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এদিকে, চলতি মাসে প্রধানমন্ত্রী আরো একটি সফরের সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ২২ নভেম্বর ভারতের কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে। ম্যাচটি উপভোগের জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে যাওয়া সৌরভ গাঙ্গুলির এ আমন্ত্রণে সম্মতিও দিয়েছেন শেখ হাসিনা।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়