ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিচারপতিকে মোদির চিঠির খবর মিথ্যা: ভারতীয় হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারপতিকে মোদির চিঠির খবর মিথ্যা: ভারতীয় হাইকমিশন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বুধবার হাইকমিশন বলেছে, যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ।

এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত বলেও হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়