ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গিবাদ মদদে প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ!

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ মদদে প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ!

‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে উৎসাহিত করতে পশ্চিমা বিশ্বের একটি দেশের প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশে পাঠানো হতো’ বলে মন্তব‌্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' বিষয়ক সেমিনার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহরিয়ার আলম বলেন, ‘আমরা কয়েক বছর ধরে পশ্চিমা বিশ্বের ওই দেশটির সঙ্গে যোগাযোগ রেখেছি। তাদেরকে বিষয়টি উপলব্ধি করাতে চেষ্টা করেছি। তবে আমাদের বিষয়টি তারা উপলব্ধি করতে চায়নি। সম্প্রতি তারা নিজেরাই এমন একটি সমস্যায় পড়েছে। এরপর আমাদের বিষয়টি উপলব্ধি করেছে। আর তাই আমাদের সমস্যাটা তারা এখন নজরদারীতে রেখেছে।’

‘আগেই যদি তারা বিষয়টি উপলব্ধি করতো, তাহলে আমরা অনেক সমস্যা থেকে রক্ষা পেতাম’ যোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সিঙ্গাপুরের সঙ্গে আমাদের এ ধরনের একটি সমস্যা ছিল। দেশটিকে জানানোর পর সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নিয়েছে। এখন সিঙ্গাপুরের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।’

তিনি আরো বলেন, ‘দেশের টাকা বিদেশে পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া প্রমুখ।


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়