ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চালের মূল্য স্থিতিশীল রাখতে খাদ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালের মূল্য স্থিতিশীল রাখতে খাদ্যমন্ত্রীর আহ্বান

অহেতুক চালের দাম না বাড়িয়ে মূল‌্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার রাজধানীর খাদ্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চাল ব‌্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আজকের মিটিংয়ে চাল ব‌্যবসায়ী ও মিল মালিকদের অহেতুক চালের দাম না বাড়ানোর জন্য বলা হয়েছে। তাদেরকে দিক নির্দেশনাও দেয়া হয়েছে। কয়েকদিন আগেও চালের দাম কম থাকার কারণে কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিল। কৃষকের ন্যায্যমূল্য পাবার জন্যও ধানের দাম একটু বৃদ্ধি পাবার দরকার ছিল।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। চালের দাম যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য চাল মিল মালিকদের বলা হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, “এখন কেউ আর মোটা চাল খেতে চায় না, সবাই সরু চাল খেতে চায়। তাই সরু চালের দাম একটু বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কষ্ট হলো চালের দাম যখন কম থাকে, তখন কৃষক ক্ষতিগ্রস্ত হয়। সে তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আবার চালের দাম যখন একটু বেড়ে যায় তখন ভোক্তাগণ কষ্ট পায়। উভয় সংকটে পড়ার মত অবস্থা।’

‘সভার সিদ্ধান্ত মোতাবেক আসন্ন আমন মৌসুমে ধান-চাল কেনা হবে এবং ধান ভাঙ্গা হবে। সেটার কোয়ালিটি যাতে কোনো ক্রমেই খারাপ না হয়, সেটা বলেছি এবং সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে। কোয়ালিটি নিয়ে আমরা কোনো আপস করব না।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব ওমর ফারুক, অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানম, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আগত মিল মালিক অ‌্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়