ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অকুপেন্সি সনদ না থাকলে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অকুপেন্সি সনদ না থাকলে আইনি ব্যবস্থা

অকুপেন্সি সনদ ছাড়া কোনো ভবন ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার বিষয়টি নিশ্চিত করে রাজউকের সহকারী পরিচালক আতিকুর রহমান জানিয়েছেন, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অননুমোদিত ও অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‍্যাম্প নির্মিত হয়েছে, সেসব অননুমোদিত স্থাপনার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করবে রাজউক।

এ লক্ষ‌্যে ভবন মালিকদের সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রাজউক থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ এর বিধি ১৮ অনুসারে ভবন মালিক কর্তৃক রাজউক থেকে বসবাস বা ব্যবহার সনদ (অকুপেন্সি সনদ) গ্রহণ করা বাধ্যতামূলক। গ্যাস, পানি, বিদ্যুৎসহ অন্যান্য সেবা (ইউটিলিটি সার্ভিস) পাবার জন্য অকুপেন্সি সনদ আবশ্যক। সনদ (অকুপেন্সি সার্টিফিকেট) না থাকলে রাজউকের আওতাধীন এলাকায় ভবনের মালিকানা হস্তান্তর ও নামজারির অনুমোদনও পাওয়া যাবে না। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে রাজউক অনুমোদিত নকশা অনুসারে ভবন নির্মাণ করে রাজউক থেকে বসবাস বা ব্যবহার সনদ (অকুপেন্সি সনদ) সংগ্রহের পর ওই ভবন ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়