ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘কারো পিঠের চামড়া থাকবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কারো পিঠের চামড়া থাকবে না’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘সন্তানরা আরেকবার রাস্তায় নামলে পুলিশ, গাড়ি চালক মালিক, শ্রমিক কারো পিঠের চামড়া থাকবে না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন মেনে চলুন। সেক্ষেত্রে অবশ্যই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।’

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনে ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনার আরো বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে আমাদের যাওয়ার কোনো পথ থাকবে না। সবাইকে শৃঙ্খলা মানতে হবে। আমার-আপনার কারণে এমন একজন মারা গেল, যে পরিবারে দুজন শিশু রয়েছে। তাদের খাবার দেয়ার কেউ নেই। সেজন‌্য দায়িত্বহীনতা গ্রহণযোগ‌্য হবে না। আমরা সবকিছু আলোচনা করে সমাধান করতে পারব।’

শফিকুল ইসলাম বলেন, ‘একজন সন্তানের চোখের পানির দাম কেউ দিতে পারবে না। অরাজক পরিস্থিতি আর কতদিন মানবেন? এ অরাজকতার কারণে অনেক চালক মারা গেছেন। তাদের পরিবার-পরিজন আছে। কেউ তাদের খোঁজ নিয়েছেন? তাদের মা, স্ত্রী-সন্তান হয়ত কষ্টে দিন কাটাচ্ছেন।’

চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পাল্লা দিয়ে প্রত্যেকই সবার আগে যেতে চায়। বাকিরা পেছনে পড়ে থাকে। সবার এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে আইন মানতে হবে।’


ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়