ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টয়লেটের মেঝেতে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টয়লেটের মেঝেতে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ!

হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের মেঝেতে পরিত্যক্ত অবস্থায় সাড়ে তিন কোটি টাকার ৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার রাতে সংস্থাটির সহকারী কমিশনার নুরুন নাহার লিলির নেতৃত্বে একটি টিম ওই স্বর্ণ উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার যায়নি। ধারণা করা হচ্ছে মাসকট থেকে আগত ওভি ৪০৭ ফ্লাইটযোগে স্বর্ণবারগুলো আসতে পারে।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অভিযান চালায়৷ অভিযানের এক পর্যায়ে কাস্টমস গোয়েন্দা দল ইমিগ্রেশন বুথের পাশ্ববর্তী ওয়াশরুমের মেঝের উপর পরিত্যক্ত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো কিছু স্বর্ণবার দেখতে পায়। পরে বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের উপস্থিতিতে স্বর্ণবারসমূহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের মোট পরিমাণ ৭০ টি, ওজন ৮ কেজি ১৬৬ গ্রাম এবং মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণবারসমূহের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

ঢাকা/এম এ রহমান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়