ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্রুত সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী জাপান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রুত সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী জাপান

দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী জাপান। আশা করি শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। এ জন্য জাপানসহ বিশ্ব সম্প্রদায় অবদান রাখবে।

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিস বিল্ডিং: ডিসকোর্স ফ্রম জাপান বিইয়ন্ড’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাপান সহযোগিতা করে যাচ্ছে। আশা করি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রীও এ বিষয়ে মিয়ানমার ও দেশটির সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে। জাপান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ যে অবদান রাখছে তা প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ও জাপান একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বিশ্বের অন্যতম দেশ হিসেবে অবদান রেখে যাচ্ছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ২৪ বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি শান্তি রক্ষা করার প্রধান শর্তই হলো সবার আগে সন্ত্রাস প্রতিরোধ করতে হয়।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহী চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম প্রমুখ।

 

ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়