ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শান্তিরক্ষী কার্যক্রম পরিদর্শনে কঙ্গোতে মিডিয়া প্রতিনিধি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শান্তিরক্ষী কার্যক্রম পরিদর্শনে কঙ্গোতে মিডিয়া প্রতিনিধি

বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো (ডিআর কঙ্গো) গেছেন আট সদস্যবিশিষ্ট একটি মিডিয়া প্রতিনিধি দল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের নেতৃত্বে প্রতিনিধি দলটি মনুস্কোর উদ্দেশ্যে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের কর্মতৎপরতা ও কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচার ও প্রকাশের উদ্দেশ্যে সরেজমিনে মিশন এলাকা পরিদর্শন করাই এ মিডিয়া প্রতিনিধি দলের উদ্দেশ্য।

পাশাপাশি মনুস্কোতে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার ও বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মতৎপরতা সম্পর্কে তাদের মন্তব্য তুলে ধরাও এ মিডিয়া টিমের লক্ষ্য।

এছাড়া মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট কমান্ডার, জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করবে।

উল্লেখ্য, কঙ্গোর মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োমিত কার্যক্রম, শান্তিরক্ষায় তাদের ভূমিকা, কঙ্গোর জনগণের জন্য ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ নির্মাণ ও স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি মানবতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে মিডিয়া প্রতিনিধিদলটির ১৩ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।


ঢাকা/হাসান/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়