ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭ মার্চের ভাষণ নিয়ে গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ মার্চের ভাষণ নিয়ে গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে একটি গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

‘৭ মার্চের ভাষণ : জানা অজানা তথ্য’ শিরোনামের বইটি লিখেছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার।

শনিবার  জাতীয় প্রেসক্লাবে বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের এমন একটা গবেষণাধর্মী বইয়ের খুবই দরকার ছিল। মমতাজুল ফেরদৌস জোয়ার্দার মানুষের দ্বারে দ্বারে গিয়ে অনেক পরিশ্রম করে এই বইটি লিখেছেন তিনি। ইতিহাসের নানান বিকৃতি থেকে উঠে আসতে এই বই আমাদের সাহায্যে করবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। সেই পরিপ্রেক্ষিতে এই বইটি একটি দলিল হিসেবে অবদান রাখবে।

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায়  জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়