ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চলে গেলেন অজয় রায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেলেন অজয় রায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায় আর নেই।

সোমবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজয় রায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

অজয় রায়ের ছেলে ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে জঙ্গি হামলায় নিহত হন।

স্বজনরা জানান, অজয় রায়ের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন। দুই দিন পর শ্বাসকষ্ট বাড়লে তাকে কৃত্রিম শ্বাস দেয়া শুরু হয়। আজ সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদের একজন। একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ অজয় রায়ের দুটি গবেষণা নোবেল কমিটিতে আলোচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অবসর নেয়ার পর একই বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক হয়েছিলেন অজয় রায়।

পড়ুন

>>

>> অভিজিৎরা জন্মায় সিকি শতাব্দীর আগে নয় : অজয় রায়

>>

ঢাকা/মাকসুদ/রফিক

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়