ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন বছরের আগে পুরান ঢাকায় চক্রাকার বাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন বছরের আগে পুরান ঢাকায় চক্রাকার বাস

নতুন বছরের আগে পুরান ঢাকায় চক্রাকার বাস চালু করা হবে বলে জানিয়েছেন বাস রুট রেশনালাইজেশন বিষয়ক কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভা শেষে সাঈদ খোকন একথা বলেন।

তিনি বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল, তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি, আগামী মার্চ মাসের আগে বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এসভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সকল বাস মালিক নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক এবং বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী উপস্থিত ছিলেন।

 

ঢাকা/নূর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়