ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘বাংলাদেশ এখন দাতা দেশ’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশ এখন দাতা দেশ’

জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সাড়াদান তহবিলে (সিইআরএফ) বাংলাদেশ সহায়তা গ্রহণকারীর পাশাপাশি একটি দাতা দেশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার ‘সকলের দ্বারা এবং সকলের জন্য’ শিরোনামে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সাড়াদান তহবিল আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘের সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, ‘বাংলাদেশ সিইআরএফ এর অন্যতম সহায়তা গ্রহণকারী এবং পাশাপাশি একটি দাতা দেশ।’

তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসমূহে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিল প্রদানের জন্য সিইআরএফ-কে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ফাতিমা সিইআরএফ এবং এর পদক্ষেপসমূহের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পূনর্ব্যক্ত করেন।

এর আগে তিনি জেনোসাইড কনভেনশনের ৭১তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়