ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অজয় রায়ের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অজয় রায়ের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা

একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক অজয় রায়কে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বসাধারণ।

মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার বেইলি রোডের বাসায়। সেখান থেকে অজয় রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে।

তারপর জগন্নাথ হলে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। জগন্নাথ হলে শ্রদ্ধা নিবেদন শেষে এ বরেণ্য অধ্যাপকের শেষকৃত‌্য অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক অজয় রায়ের ভাতিজা প্রিতম রায়।

এর আগে সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক অজয় রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

গত ২৫ নভেম্বর থেকে অজয় রায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

 

ঢাকা/ইয়ামিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়