ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে’

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে’

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রতিটি উপজেলায় অব্যবহৃত জমিতে বিসিক নগরী গড়ে তুলতে হবে। সেখানে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে ওয়ার্কশপ অন এসএমই পলিসি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব একথা বলেন তিনি।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘ঋণ পাওয়া থেকে শুরু করে কোনো পর্যায়ে যেন নতুন উদ্যোক্তারা হয়রানির শিকার না হয়। ব্যবসার শুরুতে হয়রানি করে অনুৎসাহিত করা যাবে না।’ এ বিষয়টি নজর রাখতে এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ‘মানুষ এখন শহরমুখী। গ্রামে কাজের লোক পাওয়া যায় না, ধান কাটার লোক পাওয়া যায় না।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম, অতিরিক্ত সচিব মো. সালাউদ্দিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।



ঢাকা/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়