ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাফন পরে গণঅনশনে চাকরি প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাফন পরে গণঅনশনে চাকরি প্রার্থীরা

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে এবার কাফনের কাপড় পরে গণঅনশনে বসেছেন চাকরি প্রার্থীরা।

একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বরে মধ্যে দাবি মেনে না নিলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আমরা গত ৫ দিন ধরে এখানে গণঅনশন করছি। আজ সকাল কাফনের কাপড় পরে গণঅনশনে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা হয় ‘৩৫ বছর’ চাকরির বয়স নিয়ে ফিরব, নইলে আমাদের লাশ যাবে।’’

এ দাবিতে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বল করা হবে বলে জানান তিনি।

এর আগে গত ৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ ব্যনারে গণঅনশন শুরু করেন তারা। 

তাদের দাবিগুলো হলো- সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়