ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেরানীগঞ্জে আগুন : মারা গেলেন আরো ২ জন

মেডিক‌্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেরানীগঞ্জে আগুন : মারা গেলেন আরো ২ জন

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন-আব্দুর রাজ্জাক (৪২) ও মুত্তাকিন (২৮)। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

রোববার সকাল ৯টায় মুত্তাকিন ও সোয়া ১০টায় আব্দুর রাজ্জাক মারা যান। দুজনেই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১৫ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

অগ্নিকাণ্ডে নিহত বাকি ১৪ জন হলেন- জাহাঙ্গীর, ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম, জাকির হোসেন, ফয়সাল, মেহেদী, ওমর ফারুক ও আসাদ।

গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।


ঢাকা/বুলবুল/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়