ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদোন্নতি দিয়ে ২৫৪ চিকিৎসককে পদায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদোন্নতি দিয়ে ২৫৪ চিকিৎসককে পদায়ন

বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) সার্ভিসের সহকারী পরিচালক/সিভিল সার্জন ও সমমানের ২৫৪ জন চিকিৎসককে পদোন্নতি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মহান বিজয় দিবসের প্রাক্কালে তাদের এ পদোন্নতি দেয়া হয় বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত যেসব কর্মকর্তা প্রশিক্ষণ কিংবা ছুটিতে আছেন সেসব কর্মকর্তা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ১৯ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন অথবা ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে ২৫৪ চিকিৎসকদের পদোন্নতি দেয়া হয়েছে বলেও জানা গেছে।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়