ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবৈধ জালের ব্যবহার বন্ধে কম্বিং অপারেশন মঙ্গলবার থেকে

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ জালের ব্যবহার বন্ধে কম্বিং অপারেশন মঙ্গলবার থেকে

উপকূলীয় এলাকায় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে কম্বিং অপারেশন আগামীকাল মঙ্গলবার শুরু হবে।

চলমান মৎস‌্যসম্পদ রক্ষা কার্যক্রমকে অধিকতর বেগবান করার লক্ষ্যে জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় দুই ধাপে অভিযান চালানো হবে।

প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১৩ জেলায় অভিযান চালানো হবে। এসব জেলা হলো- ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুর।

মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল নির্মূলে সম্মিলিতভাবে বিশেষ অভিযান পরিচালিত হবে। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ পুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী, বেহুন্দি জাল এবং কারেন্ট জাল দিয়ে সারা বছর দেশের সব নদী ও উপকূলীয় জলাশয়ে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় এসব জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়