ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মা সেতুতে বসল ২১ তম স্প্যান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা সেতুতে বসল ২১ তম স্প্যান

পদ্মা সেতুর ২১তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে এ বছরের প্রথম স্প্যান বসলো ৬ দশমিক ১৫ মিটার দীর্ঘ এই সেতুর।

মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানো হয়।

এর ফলে এখন এ সেতুর অর্ধেকের বেশী অর্থাৎ ৩ হাজার ১৫০ মিটার দৃশ্যমান হলো।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৬-বি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলারের কাছে নেওয়া হয়।

৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর কাছে নেওয়া হয় এ স্প্যান। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসানো হলো ২১তম স্প্যান।

মূল সেতুতে আর ২০ স্প্যান বসবে। এর মধ্যে চলতি মাসে সেতুর আরও দু’টি স্প্যান বসানোর কথা রয়েছে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, প্রতি মাসে সেতুতে তিনটি করে স্প্যান বসবে। সে হিসেবে আগামী জুলাই মাসেই সব অর্থ্যাৎ ৪১টি স্প্যান বসানো সম্ভব হবে।

স্থায়ীভাবে সেতুতে ২১ স্প্যান বসেছে। তবে অস্থায়ী ভাবে আরও একটি অর্থ্যাৎ সেতুতে এখন ২২টি স্প্যান দৃশ্যমান। ‘৫এফ’ নম্বরের স্প্যান এখন অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারে রাখা আছে। এটি সরিয়ে নেয়া হবে ৩০ ও ৩১ নম্বর পিলারে। রেলওয়ে এবং রোডওয়ে স্লাব বসানোর সুবিধার্থে এটি সেখানে যথাস্থানে বসানো হয়নি। তবে শিগগিরই এটিও ৩০ ও ৩১ নম্বর পিলারে বসানো হবে।

তথ্যসূত্র : বাসস

 

ঢাকা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়