ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তরে শৈত্যপ্রবাহ চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরে শৈত্যপ্রবাহ চলছে

তীব্র শীতের পর ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছ। তবে দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭. ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকালে ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালের চেয়ে আজ ঢাকায় কুয়াশাও কম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘ঢাকাসহ সারা দেশেই তাপমাত্রা সামান‌্য বেড়েছে। তবে রংপুর রাজশাহী অঞ্চলসহ চুয়াডাঙা ও যশোরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আর কমবে না। তবে ২০ জানুয়ারির পর দেশের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।’



ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়