ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবি

সুষ্ঠুভাবে সরস্বতী পূজা উদযাপনের সুবিধার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে জাগো হিন্দু পরিষদ নামের একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বণিকের সভাপতিত্বে মানববন্ধনে ডা. মনোরঞ্জন ঘোষাল, সুমন দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।

জাগো হিন্দু পরিষদের নেতারা বলেন, আগামী ৩০ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা হবে, সেখানে একইসঙ্গে কীভাবে ভোট দেয়া সম্ভব?

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়