ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে রাবির প্রাক্তন সাংস্কৃতিক কর্মী সম্মিলন

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে রাবির প্রাক্তন সাংস্কৃতিক কর্মী সম্মিলন

‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগান নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ‌্যালয়ের প্রাক্তন সাংস্কৃতিক কর্মী সম্মিলন।

শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এ সম্মিলন শুরু হয়। এতে বিশ্ববিদ‌্যালয়ের সাবেক সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি বর্তমান কর্মীরাও অংশ নেন।

জাদুঘর মিলনায়তনে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ‌্যালয়ের বর্তমান সাংস্কৃতিক কর্মীরা বিশ্ববিদ‌্যালয়ে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিদ‌্যমান প্রতিবন্ধকতা ও সংকট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রখ‌্যাত কথাসাহিত‌্যিক সেলিনা হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, হাবিবুর রহমান হাবিব, লেখক দীপু মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ‌্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, দেবাশীষ রায়, কামাল আহমেদসহ তিন শতাধিক সাংস্কৃতিক কর্মী।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ‌্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন লাইসা আহমেদ লিসা। পরে অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকটি সংগঠন আবৃত্তি, গান এবং নাটকের অংশবিশেষ পরিবেশন করেন।

এর মধ‌্যে বিশ্ববিদ‌্যালয় থিয়েটার রাজশাহী তাদের তৃতীয় প্রযোজনা ‘ঠ‌্যারো’ নাটকটির অংশবিশেষ পরিবেশন করেন। মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নাটকটি রচনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। নির্দেশনা দিয়েছেন শাহ আজম শান্তনু।



ঢাকা/সনি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়