ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিক্ষার্থীদের নিয়ে হেফাজত আমিরের 'অশালীন' মন্তব্যের প্রতিবাদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের নিয়ে হেফাজত আমিরের 'অশালীন' মন্তব্যের প্রতিবাদ

স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীর ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

রবিবার এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীর ‘দেশের স্কুল-কলেজ জেনার বাজার’ বলে দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন।  

জাসদ নেতৃদ্বয় বলেন, শাহ আহমেদ শফীর বক্তব্য তার  নিম্মরুচি ও সংস্কৃতি, অসভ্যতা এবং অশালীনতা, বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ।  

তারা বলেন, শাহ আহমেদ শফী ‘শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরাতো জেনা করেই’ বলে দেশের শিক্ষক ও শিক্ষার্থী সমাজের চরম অবমাননা করেছে। তারা বলেন, শাহ আহমেদ শফী ইতিপূর্বেও নারীদের তেঁতুলের সাথে তুলনা করে বক্তব্য দিয়ে দেশের নারী সমাজের চরম অবমাননা করেছেন।

জাসদ নেতৃদ্বয় বলেন, তেঁতুল হুজুর খ্যাত শাহ আহমেদ শফীকে অবিলম্বে আইনের আওতায় এনে তাকে বিচার ও শাস্তির মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 


ঢাকা/সাজ্জাদ হোসেন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়