ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোটার তালিকা বিল সংসদে উত্থাপন

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার তালিকা বিল সংসদে উত্থাপন

ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৬০ দিন করার বিধান প্রণয়নের প্রস্তাব করে ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২০ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলে ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধানের পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার প্রস্তাব করা হয়।

এতে বলা হয়েছে, বিদ্যমান আইনে ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা অপ্রতুল বলে তা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাছাড়া, প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে তালিকা হালনাগাদ করার মেয়াদ ২ মার্চ পর্যন্ত করা প্রয়োজন।

পরীক্ষা-নিরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়