ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকায় দিনে গরম রাতে শীত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৬, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় দিনে গরম রাতে শীত

দেশের বেশিরভাগ জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে রাতে ও দিনে শীত অনুভূত হচ্ছে।

তবে ব্যতিক্রম শুধু ঢাকার আবহাওয়া। এখানে দিনে তাপমাত্রা বাড়লেও রাতের বেলা তা কমে যায়।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। দিনে তাপমাত্রা বাড়বে।

বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান মান্নান।

এদিকে আগামী ২৪ ঘণ্টা সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাতে তাপমাত্রা কমবে। আর আগামী পাঁচ দিন পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।



ঢাকা/নূর/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়