ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্ক-নিউজিল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্ক-নিউজিল্যান্ডে

সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্ক ও নিউজিল্যান্ডে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) করাপশন পারসেপশন ইনডেক্স-২০১৯ এ চিত্র উঠে এসেছে। 

এবার ডেনমার্ক ও নিউজিল্যান্ডের স্কোর ৮৭। ২০১৮ সালেও এ দুটি দেশ শীর্ষ স্থানে ছিল। ওই বছর ডেনমার্কের স্কোর ৮৮ এবং নিউজিল্যান্ডের স্কোর ছিল ৮৭।

৮৬ স্কোর পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। ৮৫ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘কোনো দেশ সম্পূর্ণ স্কোর পায়নি।’

এ সূচক যেসব বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত হয় সেগুলোর কয়েকটি হচ্ছে- ঘুষ লেনদেন, সরকারি ব্যবস্থাকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা, সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং স্বজনপ্রীতি।

বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৫ সাল থেকে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করছে। এ সূচকে বাংলাদেশকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয় ২০০১ সালে।



ঢাকা/নূর/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়