ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হতাশা থেকে নিজের অস্ত্রে পুলিশের আত্মহত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতাশা থেকে নিজের অস্ত্রে পুলিশের আত্মহত্যা

ছবি ফেসবুক থেকে নেয়া

হতাশা থেকে আত্মহত্যা করেছেন পুলিশের নায়েক শাহ মো. আবদুল কুদ্দুস (৩১)। তবে কি কারণে এ হতাশা দেখা দিয়েছিল তা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান রাইজিংবিডিকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক বা অন্য কারণে তার ভেতর হতাশা কাজ করছিল। সেই হতাশা থেকেই নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করতে পারেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তার স্বজন এবং বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে মিরপুরে পুলিশলাইনে শাহ মো. আবদুল কুদ্দুস আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জের রসুলপুরে। বাবার নাম শাহ মো. আবদুল ওয়াহাব।

এদিকে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কাফরুল থানার এসআই মোজাম্মেল হক। সুরতহাল শেষে তিনি গণমাধ্যমকে বলেন, কুদ্দুসের বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এটি তার সঙ্গে থাকা বন্দুকের গুলি হতে পারে। তারপরও আমরা তদন্ত করে দেখছি।


ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়