ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শরিয়ত বয়াতির মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরিয়ত বয়াতির মুক্তি দাবি

বাউল গানের শিল্পী শরিয়ত বয়াতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, সংগঠক জাকির হোসেন, বিপুল কুমার দাস, প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা রুখশানা আফরোজ আশা প্রমুখ।

বক্তারা বলেন, শরিয়ত বয়াতির পুরো বক্তব্যের ভিডিও ক্লিপে কোথাও দেখা যায়নি যে, তিনি ধর্মের বিরুদ্ধে বলেছেন। তিনি ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে বলেছেন। তাই স্বার্থান্বেষী ধর্মব্যবসায়ী মৌলবাদী সাম্প্রদায়িক চক্র তার বিরুদ্ধে মামলা করেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তারা বলেন, শরিয়ত বয়াতির মতো একজন লোকজ গানের শিল্পীকে গ্রেপ্তার করা বাঙালির হাজার বছরের সংস্কৃতির ওপর বড় আঘাত। অবিলম্বে কবিয়াল শরিয়ত বয়াতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।


ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়