ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীনে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন চালু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন চালু

চীনে করোনা ভাইরাসে একের পর মৃত‌্যু এবং সংক্রমন দ্রুত বাড়ার প্রেক্ষিতে অনেকগুলো শহর অবরুদ্ধ করে দেয়ার পর সেদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন‌্য হট লাইন চালু করা হয়েছে।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস (৮৬)-১৭৮০১১১৬০০৫ নাম্বারে এ হটলাইন চালু করেছে বলে শনিবার এক বার্তায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ফেসবুকে দেয়া ওই বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উই চ্যাট (মোবাইলে ভয়েস চ্যাটের জনপ্রিয় অ্যাপ) গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকেই ভাইরাস ছড়িয়ে এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি ভারতেও পৌঁছে গেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:সংযোগ শাখা জানিয়েছে, চীন সরকার দেশটিতে অবস্থানরত কোন বিদেশি এখন পর্যন্ত আক্রান্তও হয়নি বলে মন্ত্রণালয়কে বার্তা পাঠিয়েছে।

উহানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

দেশটির উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

 

ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়