ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনেক প্রকৌশলী বেকার থাকছে: জামিলুর রেজা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনেক প্রকৌশলী বেকার থাকছে: জামিলুর রেজা

দেশে অনেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার থাকছে বলে মন্তব‌্য করে তাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

শনিবার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আয়োজিত এরিয়ার এক্সপো-২০২০ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অনেকেই ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা জীবন শেষে হতাশ হচ্ছেন, তারা সঠিক সময়ে জব পাচ্ছেন না। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় চাকরির পেছনে ঘুরে সময় ব্যয় করতে হচ্ছে।’

তিনি বলেন, প্রতিবছর দেশে অনেক প্রকৌশলী তৈরি হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। প্রকৌশলীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের তৈরি করা প্রয়োজন। পাশাপাশি দেশের মেগা প্রকল্প গুলোতে আরও অধিক নিয়োগের করতে দাবি জানাই সরকারের প্রতি।

জাতীয় অধ্যাপক বলেন, ‘বাংলাদেশের মেগা প্রজেক্টের প্রথম পদ্মা ব্রিজে বাংলাদেশের প্রকৌশলীরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামী বছরে সেটিতে যান চলাচল শুরু হতে পারে বলে আমরা আশা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক অনুমোদনহীন কারখানা চালু রয়েছে, যেগুলো পরিবেশকে মারাত্মকভাবে দূষণ করছে। এখনই নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে, তা না হলে আমাদের পরিবেশের উপর চরম নেতিবাচক প্রভাব পড়বে।’

অনুষ্ঠানে ইউএপি'র ইঞ্জিনিয়ারিং পাশ করা ছয় শিক্ষার্থী হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার এম আর কবির, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের টেকনিক্যাল সার্ভিসিংয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রিজ পার্ক ফোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান, ইঞ্জিনিয়ার মো. আলম তালুকদার প্রমূখ।

 

ঢাকা/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়