ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘একজন কমিশনারকে তথ্য দিতে বাধ্য নই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘একজন কমিশনারকে তথ্য দিতে বাধ্য নই’

রিটার্নিং কর্মকর্তারা শুধুমাত্র একজন নির্বাচন কমিশনারকে তথ্য দিতে বাধ্য নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর৷

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে কোনো তথ্য দেয়ার ক্ষেত্রে পাঁচজন নির্বাচন কমিশনারকে পাঠাতে হবে। তবে শুধু একজন কমিশনারকে তথ্য দিতে বাধ্য নই।

কমিশনার মাহবুব তালুকদার রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য চাইলেও তাকে দেয়া হয়নি- এমন অভিযোগের জবাবে মো. আলমগীর বলেন, রিটার্নিং কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য, তবে তারা কমিশনকে জানাবে। যেহেতু কমিশনের বিষয়ে সিইসির কাছে আগে তথ্য জানাতে হবে। তবে সরাসরি কাউকে উত্তর দিতে পারবেন না। তিনি একজন কমিশনারের কাছে তথ্য দিতে বাধ্য না, দিলে পাঁচজনের কাছে দিতে হবে।

নির্বাচন কমিশনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই মাহবুব তালুকদারের এমন বক্তব্যের বিষয়ে সচিব বলেন, তিনি কি বুঝিয়েছেন জানি না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ ঠিক মতোই চলছে।


ঢাকা/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়