ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তালুকদার পেট্রোল পাম্প দ্রুত চালুর সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালুকদার পেট্রোল পাম্প দ্রুত চালুর সুপারিশ

আসাদ গেট সংলগ্ন বন্ধ তালুকদার পেট্রোল পাম্প পুনরায় দ্রুত চালুর উদ্যোগ নিতে সংসদ সচিবালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

রোববার একাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির পঞ্চম বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

পেট্রোল পাম্প চালুর পর লভ্যাংশের ৫০ শতাংশ পার্লামেন্ট মেম্বারস ক্লাব এবং ৫০ শতাংশ গণপূর্ত স্পোর্টস ক্লাবকে প্রদানের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে, যে সব ফ্ল্যাটে সংসদ-সদস‌্যরা বসবাস করেন তাদের জন্য কাঠের বক্স খাট, ওয়ারড্রব, কিচেন কেবিনেট, সোফা, টেবিল, ফ্রিজ ও টিভি সরবরাহ করার সুপারিশ করা হয়।

এছাড়া যেসব সাংসদ আদৌ অফিসে বসেন না তাদের অফিস ফার্নিচার সরবরাহ না করা এবং সংসদ এলাকা থেকে সকাল ৮টার পূর্বে ময়লা অপসারণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয় বৈঠকে।

কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, নূর মোহাম্মদ, শওকত হাচানুর রহমান (রিমন) এবং মো. হারুনুর রশিদ অংশগ্রহণ করেন।


ঢাকা/আসাদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়