ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রস্তুত একু‌শে গ্রন্থ‌মেলা, পর্দা উঠছে আজ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুত একু‌শে গ্রন্থ‌মেলা, পর্দা উঠছে আজ

একু‌শে গ্রন্থ‌মেলা প্রস্তুতি শেষ। আজ রোববার বেলা ৩টায় পর্দা উঠছে। বাংলা একাডেমিতে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিমধ‌্যেই মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। স্টল নির্মাণকাজও শেষ। এখন স্টল সাজসজ্জাকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রকাশকরা। কেউ নতুন বই সাজাচ্ছেন, কেউ পুরনো বইগুলোকে শোভা পাইয়ে দিচ্ছেন বিভিন্নভাবে।

উদ্বোধনী মঞ্চে অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ এবং মিসরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি। এ মঞ্চ থেকেই ২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টার পর সাধারণ দর্শক-পাঠকের জন্য খুলে যাবে বইমেলার দরজা। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা চলবে। 


ঢাকা/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়