ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের সভা

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের সভা

একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম সভা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এ সভা। এতে সভাপতিত্ব করেন আ. স. ম ফিরোজ।

সভায় বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য মো. মোতাহার হোসেন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, ফখরুল ইমাম, সেলিমা আহমাদ এবং কাজী কানিজ সুলতানা  অংশ নেন।

জাতীয় সংসদ ও তুরস্কের জাতীয় সংসদ এর সংসদ সদস্যদের মধ্যে পরস্পারিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢকরণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়