ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাজেটে রেশনিং-আবাসনে বরাদ্দ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজেটে রেশনিং-আবাসনে বরাদ্দ দাবি

আগামী বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে গার্মেন্ট টিইউসির সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘শ্রমিকদের রেশনিং ও বাসস্থানের জন্য বরাদ্দের দাবি অনেক পুরনো। কিন্তু সরকার কর্ণপাত করেনি। আজ থেকে ৪০ বছর আগেও শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের সুবিধা ছিল, কিন্তু বর্তমানে সেসব কর্তন করা হয়েছে। আগামী বাজেটে শ্রমিকদের রেশনিং ও বাসস্থানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ না থাকলে সেই বাজেট আন্দোলনের মধ্য দিয়ে গার্মেন্ট শ্রমিকরা প্রতিহত করবে।’

সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘গার্মেন্ট শিল্পে অব্যাহতভাবে শ্রমিক ছাঁটাই, হয়রানি, নির্যাতন চলছে। নানা অজুহাতে বেআইনিভাবে শ্রমিকদের সমগ্র কর্মজীবনের সঞ্চিত আর্থিক পাওনা থেকে বঞ্চিত করে চাকরিচ্যুত করা হচ্ছে।’

তিনি অনতিবিলম্বে সকল ধরনের বেআইনি চাকরিচ্যুত, ছাঁটাই এবং নির্যাতন বন্ধের দাবি জানান।

 

ঢাকা/মামুন খান/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়