ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সেলফি তুলতে গিয়ে জীবন গেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেলফি তুলতে গিয়ে জীবন গেল

চার বন্ধু মিলে ঢাকায় ঘুরতে আসেন। ঢাকার কুড়িল বিশ্বরোড রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তারা।

এ সময় দ্রুতগামী একটি ট্রেন আসে। ইমরান হোসেন (১৬) ও তার বন্ধু রাফিদকে ধাক্কা দেয়। ইমরান মারা গেলে রোববার রাতে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে আসে পুলিশ।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইমরানকে আশঙ্কাজনক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অপর বন্ধু রাফিদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহতের স্বজন এবং পুলিশের সঙ্গে আলাপে জানা গেছে, নিহত-আহতরা রূপগঞ্জের ভুলতা এলাকায় বসবাস করে। ইমরান, রাফিকসহ চার বন্ধু কুড়িল-বিশ্বরোড এলাকায় রেল লাইনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রেন আসছিল। অন্যরা সরে গেলেও তারা দুজন ট্রেনের সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হয়।

রূপগঞ্জ গোলাকান্দা মজিবর রহমান উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ইমরান। তার বাবার নাম শাহ আলম হোসেন।


ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়