ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩৩ লাখ মে. টন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩৩ লাখ মে. টন

বাংলাদেশে বছরে ৩৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ৫৫ মেট্রিক টন রসুনের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এর মধ্যে ২৩ দশমিক ৩০ লাখ মে. টন পেঁয়াজ ও ৬ দশমিক ১৩ লাখ মে. টন রসুন দেশে উৎপাদন হয়।

রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক আরো বলেন, পেঁয়াজ উৎপাদনের ১৮টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১৩১ কোটি ৯৮ লাখ টাকা সহায়তা দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। রাজস্ব খাতের আওতায় ২ হাজার ৮৪০টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকের ৩৯২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের পরিকল্পনা নেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ডাল, তেল, ও মসলার বীজ সরবরাহসহ পেঁয়াজ চাষে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ