ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুড়িহাট্টা ট্র্যাজেডির এক বছর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুড়িহাট্টা ট্র্যাজেডির এক বছর

২০১৯ সালের আজকের এই দিনে (২০ ফেব্রুয়ারি)  চকবাজারের চুড়িহাট্টায় ঘটে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা৷ সেই ট্র্যাজেডির এক বছরপূর্তি আজ।

চুড়িহাট্টা মসজিদের আশেপাশের বাড়িগুলোতে ছিল রাসায়নিক দ্রব্যের গোডাউন৷ রাস্তায় বিস্ফোরিত একটি গাড়ি থেকে প্রথমে রেস্টুরেন্টে, তার পরে আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে৷

ভবন ধস

প্রথমে আগুন লাগে ওয়াহিদ মঞ্জিল নামের একটি ভবনে৷ সেখানে রাসায়নিক দ্রব্যের মজুত ছিল৷ আগুন লাগার কয়েক ঘণ্টা পরেই ধসে পড়ে আরিফ ম্যানশন নামের পাশের একটি ভবন৷

মৃত্যুর মিছিল

ঘটনাস্থল থেকে ৬৭ জনের পোড়া লাশ মর্গে পাঠান উদ্ধারকর্মীরা৷ পরে মৃতের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে৷ ঘটনার পর মামলা হয়৷

হাজী ম্যানশন এখন

চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত হাজী ওয়াহেদ ম্যানশন৷ ভবনটির দেয়ালের পলেস্তারা খসে পড়েছে৷ বেঁকে গেছে জানালার রডও৷ ভবনটি এখন পরিত্যক্ত৷

অস্থায়ী দোকান

হাজী ওয়াহেদ ম্যানশনের নীচে বসেছে কিছু অস্থায়ী দোকান৷ ভবন মালিক নীচের কয়েকটি দোকান সারিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করতে চেয়েছিলেন৷ তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারি বিভিন্ন সংস্থার বাধায় তা আর হয়নি৷

রাসায়নিকের চিহ্ন

চুড়িহাট্টা শাহী মসজিদের সংস্কার কাজ চলছে৷ বিস্ফোরণের কারণে ছড়িয়ে পড়া রাসায়নিকের চিহ্ন লেগে আছে চুড়িহাট্টা শাহী মসজিদের দেয়ালে৷

ছবি ও তথ্য: ডয়চে ভেলে

**

**


ঢাকা/সাইফ/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়