ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদীয়া থেকে ঢাকায় এসে শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদীয়া থেকে ঢাকায় এসে শহীদদের প্রতি শ্রদ্ধা

বাংলা ভাষার জন্য জীবন দেয়া জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ নামে একটি সংগঠন।

শুক্রবার রাত তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির ১৫-২০ জন নেতাকর্মীকে দেখা যায়। তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গানটির সঙ্গে সুর মিলিয়ে শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর স্মৃতি হিসেবে কয়েকটি ছবিও তোলেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা। জন্মের পর থেকেই বাংলা ভাষায় কথা বলি। আজকে অমর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছি। তারা এ ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছিলেন। বাংলা আমাদের অহংকার এবং গর্ব হয়ে থাকবে।’

সভাপতি শুভাষ দেবনাথ বলেন, ‘এ মহান দিবসে শ্রদ্ধা জানাতে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। গতবারও আমরা এসেছিলাম। আমাদের ভাষা, ঐতিহ্য সব একই। আমাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ।’


ঢাকা/মামুন খান/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়