ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সম্মিলিত কাজে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্মিলিত কাজে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বর্ষা এলে এডিস মশা ও ডেঙ্গুর সমস্যা দেখা দিতে পারে। তাই সবাইকে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কারণ সম্মিলিতভাবে কাজ করলে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনগত কারণে অনেক রকম রোগব্যাধী নতুন করে দেখা দিচ্ছে। সরকার এ বছর বর্ষা আরম্ভ হওয়ার পূর্বে দেশব্যাপী বাহক নিয়ন্ত্রণের মাধ্যমে মশাবাহিত রোগে কেউ যেন আক্রান্ত না হয় এর জন্য সতর্কতা অবলম্বন করছে। তিনি বলেন, এখানে জনগণকে অংশগ্রহণ করতে হবে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করতে হবে।

পরে মন্ত্রী নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, ছাত্রাবাস ও অধ্যক্ষের বাসভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়